চট্টগ্রাম সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ:

টেকনাফে ইয়াবা ও অস্ত্রসহ এক মাদককারবারি আটক
টেকনাফে অস্ত্র ও ইয়াবাসহ আটক সৈয়দ নুরকে বিজিবি সদস্যদের পাহারায় থানায় হস্তান্তরের মুহূর্ত।

টেকনাফে ইয়াবা ও অস্ত্রসহ এক মাদককারবারি আটক

টেকনাফ সংবাদদাতা

২৭ জুলাই, ২০২৫ | ১০:৪৩ অপরাহ্ণ

চট্টগ্রামের টেকনাফে অভিযান চালিয়ে ইয়াবা, অস্ত্র ও গুলিসহ এক মাদককারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অভিযানে আরও একজন পালিয়ে গেছে।

আটক ব্যক্তি টেকনাফ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের খানকার ডেইল এলাকার বাসিন্দা সৈয়দ নুর (৪০)। রবিবার (২৭ জুলাই) দুপুর ১টার দিকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয় বলে জানিয়েছেন টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান।

বিজিবির দাবি, গোপন তথ্যের ভিত্তিতে খানকার ডেইলের একটি বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানে ঘরের ছাদের বাঁশের চাঁটাইয়ের নিচে লুকানো অবস্থায় ১০ হাজার ইয়াবা, একটি ওয়ান শুটারগান, একটি এলজি, এক রাউন্ড তাজা গুলি ও একটি খালি খোসা উদ্ধার করা হয়।

অভিযানের সময় মো. হারুন রশিদ (৩২) নামে একজন সৈয়দ নুরকে একটি ইয়াবার প্যাকেট হস্তান্তর করে আরেকটি প্যাকেট নিয়ে পালিয়ে যান। তাকে মামলায় পলাতক আসামি করা হয়েছে। আটক আসামিকে উদ্ধার করা মাদক ও অস্ত্রসহ টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

 

পূর্বকোণ/কাশেম/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট