চট্টগ্রাম মঙ্গলবার, ০৯ ডিসেম্বর, ২০২৫

কাপ্তাইয়ে ৪ হাজার প্যাকেট ভারতীয় সিগারেটসহ গাড়ি আটক
কাপ্তাইয়ে বিজিবির চেকপোস্টে আটক হওয়া ভারতীয় অরিস সিগারেট ভর্তি নোহা গাড়ি

কাপ্তাইয়ে ৪ হাজার প্যাকেট ভারতীয় সিগারেটসহ গাড়ি আটক

কাপ্তাই সংবাদদাতা

২৭ জুলাই, ২০২৫ | ১১:৩৪ অপরাহ্ণ

রাঙামাটির কাপ্তাইয়ে পাচারকালে চার হাজার প্যাকেট ভারতীয় অরিস সিগারেটসহ একটি নোহা গাড়ি আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রবিবার (২৭ জুলাই) বিকেলে ৪১ বিজিবির সদস্যরা ওয়াগ্গাছড়া ব্যাটালিয়ন সদর সংলগ্ন চেকপোস্টে গাড়িটি থামিয়ে তল্লাশি চালিয়ে এসব সিগারেট জব্দ করেন।

বিজিবির ৪১ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাওসার মেহেদী জানান, আটক সিগারেট ও গাড়ির আনুমানিক বাজারমূল্য প্রায় ২৮ লাখ টাকা।

তিনি আরও জানান, আটক করা পণ্য ও গাড়ি কাপ্তাই ব্যাটালিয়ন থেকে কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

 

পূর্বকোণ/কবির/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট