
বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার শীলবান্ধা পাড়ায় মদ খাওয়া নিয়ে ঝগড়ার জেরে উথোয়াইশৈ মারমা (১৮) নামের এক যুবককে পিটিয়ে হত্যা করেছেন তারই দুই বন্ধু। হত্যার পর লাশ ফেলে দেওয়া হয় পার্শ্ববর্তী তারাছা খালে।
ঘটনাটি ঘটে শনিবার (২৬ জুলাই) দিবাগত রাত ৩টার দিকে। এ ঘটনায় অভিযুক্ত উনুসিং মারমা (২৬) ও হ্লাথোয়াইহ্রী মারমা (২৮) নামের দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা দুজনেই শীলবান্ধা পাড়ার বাসিন্দা।
রবিবার (২৭ জুলাই) দুপুরে বেক্ষ্যং পাড়ার কাছে তারাছা খাল থেকে উথোয়াইশৈ মারমার লাশ উদ্ধার করে পুলিশ। নিহত উথোয়াইশৈ মারমা নোয়াপতং ইউনিয়নের খক্ষ্যং পাড়ার বাসিন্দা শৈচনু মারমার ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, শনিবার রাতে তিন বন্ধু একসঙ্গে মদপান করছিলেন। গভীর রাতে মদপান নিয়ে তাদের মধ্যে কথা-কাটাকাটি শুরু হলে তা হাতাহাতিতে গড়ায়। এক পর্যায়ে উনুসিং ও হ্লাথোয়াইহ্রী পাথর ও বাঁশ দিয়ে পিটিয়ে উথোয়াইশৈকে হত্যা করেন। পরে লাশ ফেলে দেয় খালের পানিতে।
রবিবার সকালে নিহতের বাবা খোঁজ করতে এসে ঘটনা জানতে পারেন। পরে স্থানীয় জনপ্রতিনিধির সহায়তায় রোয়াংছড়ি থানায় অভিযোগ করলে পুলিশ দুজনকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা হত্যার কথা স্বীকার করেন।
বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মান্না দে বলেন, দুই বন্ধু কৌশলে উথোয়াইকে হত্যা করে লাশ খালে ফেলে। আমরা অভিযুক্তদের গ্রেপ্তার করেছি এবং লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
পূর্বকোণ/মিনার/জেইউ/পারভেজ