চট্টগ্রাম সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ:

পটিয়ার সাবেক যুবলীগ নেতা গ্রেপ্তার

অনলাইন ডেস্ক

২৫ জুলাই, ২০২৫ | ৩:৩৪ অপরাহ্ণ

চট্টগ্রামের পটিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় মো. কামাল উদ্দিন (৪৬) নামে এক সাবেক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার কামাল উদ্দিন উপজেলার কচুয়াই ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য। তিনি দক্ষিণ শ্রীমাঠ আবু মেম্বার বাড়ির ৯ নম্বর ওয়ার্ডের মৃত নুর আহমদের ছেলে।

বৃহস্পতিবার (২৪ জুলাই) দিবাগত রাত সাড়ে ১২টায় বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান। তিনি বলেন, গ্রেপ্তার কামাল উদ্দিনের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হামলার ঘটনায় মামলা রয়েছে। আইনী প্রক্রিয়া শেষে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট