
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের (মোবাইল কোর্ট) অভিযানে ৬ জনকে ২২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (২৪ জুলাই) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তাহমিনা আক্তার চাতরী চৌমুহনী বাজারে এই অভিযান পরিচালনা করেন।
এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ২টি মামলায় ২ জনকে ১৫ হাজার টাকা এবং বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ অনুযায়ী ৪টি মামলায় ৪ জনকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানকালে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ মজুদ রাখার দায়ে পাকিস্তান স্টোর নামে একটি প্রতিষ্ঠান থেকে ৫০০ কেজি পলিথিন জব্দ করা হয় এবং ওই প্রতিষ্ঠানকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে প্রসিকিউটর হিসেবে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম জেলা কার্যালয়ের পরিদর্শক মুহাম্মদ মঈনুদ্দিন ফয়সল উপস্থিত ছিলেন। এ সময় উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ ও আনসার সদস্যরা সহায়তা দেন।
ইউএনও তাহমিনা আক্তার বলেন, বাজারে ভোক্তাদের অধিকার রক্ষা এবং পরিবেশ সুরক্ষার স্বার্থে এই ধরনের অভিযান চলমান থাকবে।
পূর্বকোণ/সুমন/এএইচ