
চট্টগ্রামের সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় মো. জসীম উদ্দিন (৫২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
বুধবার (২৩ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে উপজেলাধীন মহাসড়কের ভাটিয়ারী বিএম গেট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মো. জসীম উদ্দিন সীতাকুণ্ড পৌরসভাধীন ৬ নম্বর ওয়ার্ড এলাকার আমিনুর রহমানের ছেলে এবং স্থানীয় সমাজ কর্মী আলেয়া বেগমের স্বামী।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যা ৬টার দিকে মহাসড়কের ভাটিয়ারী বিএম গেট এলাকায় চট্টগ্রামমুখী সড়কে মোটরসাইকেল চালিয়ে যাবার সময় জসীম উদ্দিনকে একইমুখী দ্রুতগামী অজ্ঞাতনামা গাড়ি চাপা দিয়ে পালিয়ে যায়। এতে তিনি গুরুতর আহত হলে এলাকাবাসী তাকে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করেন। কিন্তু সেখানে তিনি মারা যান।
বারআউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মোমেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জসীম উদ্দিনের মোটরসাইকেলকে অজ্ঞাতনামা মোটরসাইকেল ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।
পূর্বকোণ/সৌমিত্র/জেইউ/পারভেজ