চট্টগ্রাম সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ:

ডা. সৈয়দ দিদারুল হক মাইজভাণ্ডারি আর নেই 

নিজস্ব সংবাদদাতা, ফটিকছড়ি

২৩ জুলাই, ২০২৫ | ১০:০৫ পূর্বাহ্ণ

চট্টগ্রামের ফটিকছড়ির মাইজভাণ্ডার দরবার শরীফের অন্যতম আওলাদ ও শানে গাউসুল আজম মাইজভাণ্ডারি ফোরামের চেয়ারম্যান হযরত শাহসুফী ডা. সৈয়দ দিদারুল হক মাইজভাণ্ডারি ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহ ওয়াইন্না ইলাহি রাজেউন)।

বুধবার (২৩ জুলাই) সকাল ৬টায় চট্টগ্রাম নগরীর এভারকেয়ার হাসপাতালে তিনি ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর।

সৈয়দ দিদারুল হক মাইজভাণ্ডারি মাইজভাণ্ডার দরবার শরীফের আধ্যাত্মিক জগতের খ্যাতিমান সাধক পুরুষ হযরত শাহসূফি আহমদ উল্লাহ প্রকাশ হযরত কেবলার প্রপৌত্র ও অছিয়ে গাউছুল আজম হজরত মাওলানা শাহসুফি সৈয়দ দেলাওয়ার হোসাইন মাইজভাণ্ডারি (ক.) চতুর্থ পুত্র।

দরবার সূত্রে জানা গেছে, আজ বাদ এশা মাইজভাণ্ডার দরবার শরীফের শাহী ময়দানে ডা. সৈয়দ দিদারুল হক মাইজভাণ্ডারির নামাজে জানাজা অনুষ্ঠিত হবে হবে।

এদিকে, দিদারুল হক মাইজভাণ্ডারির মৃত্যুকে সর্বত্রই শোকের ছায়া নেমে এসেছে।

পূর্ণকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট