চট্টগ্রাম শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫

সীতাকুণ্ডে কোস্টগার্ডের অভিযানে ১০ লাখ টাকার চোরাই পণ্য উদ্ধার

সীতাকুণ্ডে কোস্টগার্ডের অভিযানে ১০ লাখ টাকার চোরাই পণ্য উদ্ধার

সীতাকুণ্ড সংবাদদাতা

১৯ জুলাই, ২০২৫ | ১০:৪৪ অপরাহ্ণ

চট্টগ্রামের সীতাকুণ্ডে কোস্টগার্ডের অভিযানে একটি খাল থেকে ১০ লাখ টাকার চোরাই পণ্য উদ্ধার হয়েছে।

 

শনিবার (১৯ জুলাই) ভোরে উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের তাবাকু খালে একটি নৌকা থেকে এই পণ্যগুলো উদ্ধার করা হয়েছে। কোস্টগার্ড চট্টগ্রামের মিডিয়া বিষয়ক কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশিদ এ তথ্য নিশ্চিত করেছেন।

 

তিনি জানান, গোপন সংবাদে তারা জানতে পারেন ভাটিয়ারীর তাবাকু খালে একটি কাঠের নৌকায় চোরাই পণ্য নিয়ে যাওয়া হচ্ছে। সংবাদের তথ্য নিশ্চিত হতে তারা ঘটনাস্থলে গিয়ে একটি নৌকার গতিবিধি সন্দেহজনক মনে হলে সেটিকে চ্যালেঞ্জ করেন। এ সময় নৌকায় থাকা চোরাকারবারিরা কোস্টগার্ডের হাত থেকে বাঁচতে নৌকা রেখে পালিয়ে যায়। পরে নৌকাটি তল্লাশি করে ৮৪০ লিটার পেইন্ট যার মূল্য ১০ লাখ ১৬ হাজার টাকা, ১৬০ লিটার লুব ওয়েল, ১৮৭ কেজি গ্রিজ ও ৩০০ মিটার ইলেকট্রিক ক্যাবল উদ্ধার করা হয়। এ বিষয়ে আইননানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।

 

পূর্বকোণ/সৌমিত্র/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট