
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক নাহিদ ইসলাম বলেছেন, জুলাই আন্দোলনের পর সরকার পরিবর্তন হলেও সিস্টেমের পরিবর্তন হয়নি। এখনো ভয়ের রাজনীতি তৈরি করে রাখা হয়েছে।
আজ শনিবার (১৯ জুলাই) রাত ৯টায় বান্দরবান শহরের প্রেসক্লাব চত্বরের সমাবেশে তিনি এ কথা বলেন। এ সময় এনসিপি ক্ষমতায় আসলে আলোচনা ও সমন্বয় সম্প্রীতির মাধ্যমে পাহাড়ের সব ধরনের সমস্যার সমাধান করবে বলেও জানান।
জেলার প্রধান সমন্বয়ক শহিদুর রহমান সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দীন পাটওয়ারী, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, যুগ্ম সমন্বয়ক সামান্তা শারমিন প্রমুখ।
মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, এই মুহূর্তে দেশে বিচার আর সংস্কার খুবই জরুরি। ফ্যাসিবাদের দোসররা এখনো দেশে ষড়যন্ত্র করছে। আগামী নির্বাচনে সংসদের উভয় কক্ষে পার্বত্য চট্টগ্রামের প্রতিনিধিত্ব রাখা হবে।
এদিকে সমাবেশকে কেন্দ্র করে দুপুর থেকে নেতাকর্মী সমর্থক ও দর্শনার্থীরা সমাবেশস্থলে জড়ো হয়। শহরের নেতাকর্মীদের নিয়ে পদযাত্রা হওয়ার কথা থাকলেও পরে তা বাতিল করা হয়।
পূর্বকোণ/মিনার/জেইউ/পারভেজ