
চট্টগ্রামের বোয়ালখালীতে বিশেষ অভিযান চালিয়ে নগর যুবলীগ নেতা সানজিদ হোসেনকে (৩৬) গ্রেপ্তার করেছে পুলিশ। সানজিদ চট্টগ্রাম নগরীর পশ্চিম বাকলিয়া ১৭ নম্বর ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক।
শুক্রবার (১৮ জুলাই) রাতে উপজেলা পরিষদের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
সানজিদ উপজেলার চরণদ্বীপ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সৈয়দ নগর মকবুল কেরানি বাড়ির ফরিদ আহম্মদের ছেলে।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ লুৎফুর রহমান জানান, গ্রেপ্তার নগর যুবলীগ নেতা সানজিদ বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলা মামলার সন্দেহভাজন আসামি। তাকে আজ শনিবার (১৯ জুলাই) আদালতে পাঠানো হয়েছে।
পূর্বকোণ/পিআর/এএইচ