চট্টগ্রাম মঙ্গলবার, ০৯ ডিসেম্বর, ২০২৫

সওজের অভিযান, সীতাকুণ্ডে ২০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ

সীতাকুণ্ড সংবাদদাতা

১৭ জুলাই, ২০২৫ | ১০:১১ অপরাহ্ণ

চট্টগ্রামের সীতাকুণ্ডে মহাসড়কের পাশে অবৈধভাবে গড়ে তোলা ২০টি দোকান উচ্ছেদ করেছে সড়ক ও জনপদ বিভাগ (সওজ) । বৃহস্পতিবার সকালে উপজেলাধীন মহাসড়কের কুমিরা ঘাটঘর এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. আব্দুল্লাহ আল মামুন।

সওজের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. ফারহান বলেন, সীতাকুণ্ডের কুমিরা ঘাটঘর এলাকায় সওজের জায়গায় অবৈধভাবে গড়ে তোলা স্থাপনা উচ্ছেদে বৃহস্পতিবার সকাল থেকে নির্বাহী ম্যাজিষ্ট্রেট আব্দুল্লা আল মামুনের নেতৃত্বে অভিযান শুরু হয়। অভিযানের শুরুতে স্থানীয় কিছু মানুষ আদালতে মামলা আছে জানিয়ে বাধা দিতে চেষ্টা করলেও শেষ পযন্ত তারা কোন কাগজপত্র দেখাতে পারেননি।

তারা সকাল ১০টা থেকে দুপুর ৩টা পযন্ত  অভিযান পরিচালনা করে ২০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছেন।
 তিনি বলেন, ওই এলাকার মানুষ যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য ছয় মাস আগে তাদেরকে দখল ছেড়ে দেওয়ার জন্য নোটিশ দেন। এরপর তারা ম্যাজিস্ট্রেট নিয়োগ করেন। বুধবার ওই এলাকায় মাইকিং করা হয়। এরপরও যেসব স্থাপনা ছিলো সেসব উচ্ছেদে অভিযান পরিচালনা করেন তারা।

 

পূর্বকোণ/সৌমিত্র/আরআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট