চট্টগ্রাম সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ:

সাতকানিয়ায় এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের কৃতি সংবর্ধনা

সাতকানিয়ায় এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের কৃতি সংবর্ধনা

সাতকানিয়া সংবাদদাতা

১৭ জুলাই, ২০২৫ | ৩:৫২ অপরাহ্ণ

চট্টগ্রামের সাতকানিয়ায় জেন-জি একাডেমি ও ইংলিশ লাভার্সের যৌথ উদ্যোগে জিপিএ- ৫ প্রাপ্তদের সংবর্ধনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৭ জুলাই) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের সহযোগিতায় এই সংবর্ধনা প্রদান করা হয়। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন বিশ্বাস অতিরিক্ত জেলা প্রশাসক পদোন্নতিজনিত বিদায়ী সম্মাননা প্রদান করা হয়।

 

সাতকানিয়া উপজেলা আইসিটি অফিসার ও সাতকানিয়া স্কিলস ডেভেলপমেন্ট ক্লাবের প্রধান উপদেষ্টা আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন বিশ্বাস।

 

এসময় তিনি বলেন, শিক্ষার্থীদের শুধু ভালো ফলাফলে সীমাবদ্ধ থাকলে চলবে না, সময়ের সাথে তাল মিলিয়ে নিজেদেরকে দক্ষ ও যোগ্য করে তুলতে হবে। আজকের এই সাফল্য আগামী দিনের বড় সাফল্যের ভিত্তি স্থাপন করল।

 

অনুষ্ঠানে আয়োজকরা জানায়, জেন-জি একাডেমি ও ইংলিশ লাভার্স সাতকানিয়ায় একাডেমিক শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের দক্ষতা বিকাশে কাজ করছে। একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষার্থীদের যোগ্য করে তুলতে বেসিক কম্পিউটার, ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক্স ডিজাইন, স্পোকেন ইংলিশ এবং এসএসসি ও এইচএসসি পর্যায়ের ইংরেজি ও আইসিটি কোর্স পরিচালনা করছে প্রতিষ্ঠান দুটি।

 

এসময় উপস্থিত ছিলেন, বান্দরবান বিশ্ববিদ্যালয়ের প্রভাষক তৌহিদুল ইসলাম মাসুম, সাতকানিয়া উপজেলা জামায়াতে ইসলামের সেক্রেটারি তারেক হোসাইন, শহীদ আলহাজ আহমদুল হক চৌধুরী স্মৃতি ফাউন্ডেশনের মাস্টার সেলিম রেজা, সোহেল তাজ, ইংলিশ লাভার্সের প্রতিষ্ঠাতা আরিফুল ইসলাম মানিক।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট