চট্টগ্রাম বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ:

চেয়ারম্যানের বিরুদ্ধে একাট্টা ইউপি সদস্যরা
চেয়ারম্যানের বিরুদ্ধে ইউপি সদস্যদের স্বাক্ষরিত দরখাস্ত

আনোয়ারা বরুমছড়ায় নৌকা প্রতীকে নির্বাচিত

চেয়ারম্যানের বিরুদ্ধে একাট্টা ইউপি সদস্যরা

আনোয়ারা সংবাদদাতা

১৬ জুলাই, ২০২৫ | ১১:১২ অপরাহ্ণ

চট্টগ্রামের আনোয়ারায় বরুমছড়া ইউনিয়নের নৌকা প্রতীকের চেয়ারম্যানের বিরুদ্ধে একাট্টা হয়েছেন ইউপি সদস্যরা। উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা নৌকা প্রতীক নিয়ে ৫ নম্বর বরুমছড়া ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হন বীর মুক্তিযোদ্ধা শামসুল ইমলাম চৌধুরী। গত ১৪ জানুয়ারি বিএনপি নেতার দায়ের করা বিস্ফোরক মামলায় তাকে গ্রেপ্তার করে পুলিশ। এর পর তার চেয়ারম্যান পদ স্থগিত করা হয়।

 

কারাগার থেকে ফিরে এই চেয়ারম্যান পুনরায় ক্ষমতায় বসতে নানাভাবে তদবির করে আসছেন। এদিকে চেয়ারম্যান মো. শামসুল ইসলাম চৌধুরীকে পুনরায় চেয়ারম্যানের ক্ষমতা প্রদান সংক্রান্ত বিষয়ে জানতে পেরে ইউনিয়ন পরিষদের নির্বাচিত সদস্যদের বুধবার এক মতামত বৈঠকে বসেন। বৈঠকে ৯ ইউপি সদস্যের সকলেই উপস্থিত ছিলেন বলে জানান ইউপি সদস্যরা।

 

বৈঠকে ইউপি সদস্যরা চেয়ারম্যানের পুনরায় ক্ষমতায় আসার বিরুদ্ধে মতামত প্রদান করেন। পরে তাদের স্বাক্ষরিত একটি অভিযোগ উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে স্থানীয় সরকারের উপ-পরিচালক বরাবর দরখাস্ত প্রদান করেন।

 

চেয়ারম্যানের পুনরায় ক্ষমতায়নের বিরুদ্ধে ইউপি সদস্য শহীদ আহমদ চৌধুরী, মোহাম্মদ খোকন আলী, মোহাম্মদ ইউছুফ, মো. এরফান, মোহাম্মদ আব্দুল মালেক, মোহাম্মদ শরীফ, শাহ রায়হান, মহিলা ইউপি সদস্য রুমা আক্তার ও জান্নাতুল ফেরদৌস কলি স্বাক্ষর করেছে এই অভিযোগ পত্রে।

 

এ বিষয়ে ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. এরফান বলেন, শমসু নৌকা প্রতীকের ক্ষমতায়নে চেয়ারম্যান হয়। অতীতে ইউপি সদস্যদের কোন মতামতের গুরুত্ব দিতো না। মূলত তার ছেলে চেয়ারম্যান কার্যক্রম পরিচালনা করতো। সে সীমাহীন লুটপাট ও দুর্নীতি করেছে। বিস্ফোরক মামলায় গ্রেপ্তার হয়ে ফের পরিষদ চেয়ারম্যান দখল করতে চায়। আমরা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে বিষয়টি অবহিত করছি।

 

আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার বলেন, এ বিষয়ে চেয়ারম্যানের বিরুদ্ধে ইউপি সদস্যরা একটা দরখাস্ত দিয়েছে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

 

পূর্বকোণ/সুমন/জেইউ/পারভেজ

 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট