চট্টগ্রাম বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫

প্রেসক্রিপশন ছাড়া এন্টিবায়োটিক ওষুধ বিক্রি, ৫ ফার্মেসিকে জরিমানা
টেকনাফে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

প্রেসক্রিপশন ছাড়া এন্টিবায়োটিক ওষুধ বিক্রি, ৫ ফার্মেসিকে জরিমানা

টেকনাফ সংবাদদাতা

১৬ জুলাই, ২০২৫ | ১০:৪৯ অপরাহ্ণ

মেয়াদোত্তীর্ণ ও চিকিৎসকের ব্যবস্থাপত্র ছাড়া এন্টিবায়োটিক ওষুধ বিক্রির দায়ে টেকনাফে পাঁচ ফার্মেসিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

 

বুধবার (১৬ জুলাই) বিকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকিব হাসানের নেতৃত্বে পৌর এলাকার জেলা পরিষদ মার্কেটে এ অভিযান পরিচালনা করেন।

 

এ সময় ওলিড ফার্মেসি, একে ফার্মেসি এন্ড সার্জিক্যাল মার্ট, মেসার্স মিলি মেডিকেল হল, মেসার্স ফায়সাল মেডিকেল হল এবং কেএন ফার্মেসিকে মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

 

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকিব হাসান বলেন, মেয়াদোত্তীর্ণ ও নিবন্ধিত চিকিৎসকের ব্যবস্থাপত্র ছাড়া এন্টিবায়োটিক ওষুধ বিক্রি ও চিকিৎসকের স্যাম্পল রাখার অভিযোগে এ অভিযান পরিচালনা করা হয়। প্রাথমিকভাবে আর্থিক জরিমানা ও সতর্ক করা হয়েছে। এ নির্দেশনা অমান্য করলে পরবর্তীতে জেল জরিমানা করা হবে।

 

পূর্বকোণ/কাশেম/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট