
চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার মইজ্জ্যারটেক থেকে নিজ বাড়ি পটিয়ার আমজুরহাটে যাওয়ার উদ্দেশ্যে সিএনজিচালিত অটোরিকশায় উঠেন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মো.আনোয়ার। এ সময় অটোরিকশায় উঠেন আরো তিনযাত্রী। পটিয়ার মনসা বাদামতল এলাকায় পৌঁছালে অটোরিকশায় থাকা যাত্রীবেশে ছিনকারীরা তার কাছ থেকে ছিনিয়ে নেন টাকা ও মোবাইল ফোন। বেধড়ক মারধর করে ভেঙে দেয় দাঁত। সোমবার (১৪ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে এই ঘটনা ঘটে।
জানা যায়, পটিয়া উপজেলার আমজুরহাট এলাকার বাসিন্দা অবসরপ্রাপ্ত সেনা সদস্য মো. আনোয়ার বর্তমানে কর্ণফুলী উপজেলার শিকলবাহায় এলাকায় এস আলম গ্রুপের একটি কারখানায় চাকরি করেন। ঘটনার সময় তিনি ওই কারখানা থেকে বেতনের টাকা উঠিয়ে বাড়ি ফিরছিলেন।
ভুক্তভোগী আনোয়ার জানান, ঘটনার দিন রাতে আমি মইজ্জ্যারটেক থেকে অটোরিকশাযোগে বাড়ি ফিরছিলাম। পটিয়ার মনসা বাদামতল এলাকায় পৌঁছলে নির্জন স্থানে নিয়ে গিয়ে অটোরিকশার পেছনের সিটে ও সামনে যাত্রীবেশে বসে থাকা তিনজন লোক এবং চালক মিলে মারধর শুরু করে। এক পর্যায়ে আমার বেতনের ২৬ হাজার টাকা ও মোবাইল ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা। মারধরের সময় আমার দুইটি দাঁত ভেঙে যায়।
এ বিষয়ে জানতে চাইলে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান বলেন, অবসরপ্রাপ্ত এক সেনা কর্মকর্তা থানায় এসে একটি ছিনতাইয়ের অভিযোগ দায়ের করেছেন। আমরা তার অভিযোগের ভিত্তিতে তদন্তকাজ শুরু করেছি।
পূর্বকোণ/নয়ন/জেইউ/পারভেজ