
কক্সবাজারের চকরিয়া উপজেলার বদরখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরে হোসাইন আরিফ (৫০) ইন্তেকাল করেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মঙ্গলবার (১৫ জুলাই) বিকাল ৫টার দিকে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এর আগে স্ট্রোক করলে তাকে হাসপাতাল ভর্তি করা হয়।
আরিফের বড় ভাই তসলিম উদ্দিন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
আরিফ বদরখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বদরখালী কৃষি সমবায় ও উপনিবেশ সমিতির সভাপতি আবদুল হান্নানের ছেলে। বুধবার (১৬ জুলাই) দুপুর ২টায় বদরখালী বাজার এলাকায় কেন্দ্রীয় জামে মসজিদ মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
নুরে হোসাইন আরিফের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
পূর্বকোণ/জাহেদ/জেইউ/পারভেজ