
কক্সবাজার শহরের ছিনতাইকারী সাগর বাদশা ও তার সহযোগী সাদমান শিহাবকে গ্রেপ্তার করেছে র্যাব-১৫। সোমবার (১৪ জুলাই) দুপুরে কক্সবাজার সদরের লাইট হাউজ পাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।
গ্রেপ্তার সাগর বাদশা (২৯) বরিশাল জেলার গৌরনদী থানার লক্ষণকাঠী এলাকার শহিদ মাঝির পুত্র ও অপরজন সাদমান শিহাব (৩০) কক্সবাজার সদর থানাধীন পূর্ব টেকপাড়া (সিকদার মহল) এলাকার মঞ্জুর আলম প্রকাশ মুজা আলমের পুত্র।
র্যাব কর্মকর্তা আ. ম. ফারুক জানান, গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কক্সবাজার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
পূর্বকোণ/আরআর/পারভেজ