চট্টগ্রাম মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬

রাঙ্গুনিয়ায় এক মাদকসেবীকে তিন মাসের কারাদণ্ড
ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দণ্ডপ্রাপ্ত মো. আজিম উদ্দিন

রাঙ্গুনিয়ায় এক মাদকসেবীকে তিন মাসের কারাদণ্ড

রাঙ্গুনিয়া সংবাদদাতা

১৪ জুলাই, ২০২৫ | ৭:২৬ অপরাহ্ণ

রাঙ্গুনিয়ায় মাদক সেবনের দায়ে এক ব্যক্তিকে তিন মাসের কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১৪ জুলাই) সকালে উপজেলার দক্ষিণ রাজানগর ইউনিয়নের গলাচিপা এলাকায় এই অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুল হাসান। রাঙ্গুনিয়া মডেল থানা পুলিশ অভিযানে সহায়তা করেন।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম মো. আজিম উদ্দিন (৩০)। তিনি উপজেলার দক্ষিণ রাজানগর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মৃত বদিউল আলমের ছেলে।
ভ্রাম্যমাণ আদালত সুত্রে জানা যায়, উপজেলার দক্ষিণ রাজানগর ইউনিয়নে মাদক দ্রব্য নিয়ন্ত্রণে অভিযান চালানো হয়। এ সময় মাদক সেবনকালে এক ব্যক্তিকে পাওয়া যায়। তাকে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৫(৫) ধারা অনুযায়ী ২০০ টাকা জরিমানা এবং তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। জনস্বার্থে এবং মাদক নিয়ন্ত্রণে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান ইউএনও মো. কামরুল হাসান৷
পূর্বকোণ/আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট