চট্টগ্রাম মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫

বান্দরবানে বিএনপি অফিস ভাঙচুর, অভিযোগ আ.লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে

বান্দরবানে বিএনপি অফিস ভাঙচুর, অভিযোগ আ.লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে

বান্দরবান প্রতিনিধি

১৪ জুলাই, ২০২৫ | ১২:১৫ অপরাহ্ণ

বান্দরবান শহরের আর্মিপাড়ায় বিএনপি ও জিয়া স্মৃতি সংসদ অফিস ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। সোমবার (১৪ জুলাই) ভোর রাতে ৭ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। তবে কারা এ ঘটনা ঘটেছে এখনো জানা না গেলেও বিএনপি নেতৃবৃন্দ আওয়ামী লীগকে দোষারোপ করছে।

 

স্থানীয় লোকজন ও বিএনপি নেতৃবৃন্দ জানিয়েছেন, ভোরে একদল দুর্বৃত্ত লাঠি সোটা নিয়ে শহরের আর্মি পাড়ার ৭ নম্বর ওয়ার্ডে অবস্থিত বিএনপি অফিসটিতে হামলা করে। সেখানে তারা অফিসের আসবাবপত্র, টিভি, অফিসের কাঁচ ভেঙে ফেলে। এ ঘটনার পর জেলা বিএনপির নেতৃবৃন্দ অফিসটি পরিদর্শন করেছেন এবং ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

 

পৌর বিএনপির যুগ্ন আহবায়ক শামীম হোসেন জানান, আওয়ামী লীগের নেতাকর্মীরা অফিসটিতে হামলা করেছে। এ ঘটনায় মামলা দায়ের করা হবে।

 

পুলিশ সুপার মো. শহীদুল্লাহ কাওছার জানান, ঘটনার পর পুলিশ সেখানে গিয়েছে। কারা এই ঘটনাটি ঘটিয়েছে তদন্ত করে দেখা হচ্ছে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট