চট্টগ্রাম মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫

বান্দরবানের চিম্বুক পাহাড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়েসহ নিহত ৩
ফাইল ছবি

বান্দরবানের চিম্বুক পাহাড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়েসহ নিহত ৩

বান্দরবান প্রতিনিধি

১৪ জুলাই, ২০২৫ | ১০:৫৭ পূর্বাহ্ণ

বান্দরবানের চিম্বুক পাহাড়ের রাংলাই হেডম্যান পাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের দু’জনসহ মোট তিনজনের মৃত্যু হয়েছে।

 

রবিবার (১৩ জুলাই) দিবাগত রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় সেখানে থাকা একটি বৈদ্যুতিক ট্রান্সফরমারে আগুন ধরে যায়।

 

নিহতরা হলেন- রেংথেন ম্রোর মেয়ে তুমলে ম্রো (১৭), পারাও ম্রোর স্ত্রী উরকান ম্রো (৭১) ও মেনরাও ম্রোর স্ত্রী রওলেং ম্রো (৩৬)। এদের মধ্যে প্রথম দু’জন মা-মেয়ে।

 

স্থানীয়রা জানান, গতকাল রবিবার রাত দেড়টার দিকে ওই পাড়া সংলগ্ন বৈদ্যুতিক ট্রান্সফরমারে গোলযোগ দেখা দিলে সেটিতে আগুন ধরে যায়। পরে ঘরের সঞ্চালন লাইনে আগুন ধরে গেলে তা নিভাতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে দু’জন ঘটনাস্থলে ও রওলেং ম্রোকে হাসপাতালে নেওয়ার পর মারা যান।

 

মৌজা প্রধান হেডম্যান রাংলাই ম্রো বলেন, বেশ কয়েকদিন থেকে পাড়া সংলগ্ন ট্রান্সফরমারটিতে গোলযোগ দেখা দিয়েছিল। রবিবার দিবাগত রাত দেড়টার দিকে এটি বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়। ট্রান্সফরমারটি মেরামতের জন্য পাড়াবাসী বিদ্যুৎ বিভাগকে জানালেও তারা এটি মেরামত করেনি। ওই পাড়ায় এখন শোকের মাতম চলছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে।

 

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট