
সদ্য প্রকাশিত এসএসসি’র ফলাফলে চট্টগ্রাম বোর্ডে মানবিকে সর্বোচ্চ নম্বর প্রাপ্তদের মধ্যে তৃতীয় হয়েছে ফটিকছড়ির বাইন্যাছোলা-মানিকপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ফৌজিয়া রহমান চৌধুরী বুশরা। তার প্রাপ্ত নম্বর ১১৮৯। ফটিকছড়ির ইউএনও মুহাম্মদ মোজাম্মেল হক চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
ফলাফলের দিক হতে ফটিকছড়ির ৫৮ স্কুলের মধ্যে উক্ত মাধ্যমিক বিদ্যালয়টির অবস্থান ৫৭। স্কুলের সামগ্রিক ফলাফল তেমন ভাল না হলেও বুশরার এমন আশাতীত ফলাফল সবাইকে অবাক করেছে।
ফৌজিয়া রহমান চৌধুরী বুশরা উপজেলার কাঞ্চন নগর ইউনিয়নের ৭নং ওয়ার্ড়ের শিক্ষক মৌলানা আনিছুর রহমানের মেয়ে। বুশরার বাবা মৌলানা আনিছুর রহমান জানিয়েছেন – শিক্ষার গুরুত্বটা আমি সব সময়ই উপলব্ধি করি। এই উপলব্ধি থেকে আমি আমার সন্তানদের মানুষ করেছি। সঠিক তদারকি, আমার মেয়ের অধ্যবসায় সব মিলিয়ে এই ফলাফল। আমি উচ্চ শিক্ষার শিক্ষিত করার মানসিকতায় আমার মেয়েকে প্রস্তুত করেছি। তিনি সবার দোয়া কামনা করেন।
ইউএনও মুহাম্মদ মোজাম্মেল হক চৌধুরী জানান-ফটিকছড়ির প্রত্যন্ত অঞ্চলের একটি স্কুলের একজন শিক্ষার্থীর এমন ফলাফল সত্যি অসাধারণ। তাঁর এই ফলাফল অন্য শিক্ষার্থীর জন্য অনুকরণীয় হয়ে থাকবে। এতে এই অঞ্চলের মানুষের শিক্ষার প্রতি আগ্রহ বাড়াবে। তিনি বুশরাকে অভিনন্দন জানান।
পূর্বকোণ/ইবনুর