
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় মো. রাসেল (২৫) নামে এক দিনমজুরকে প্রকাশ্যে গুলি করে খুন করেছে সন্ত্রাসীরা। মো. রাসেল পদুয়া ইউনিয়নের মোবারক আলী টিলা এলাকার এলাকার মোহাম্মদ আলীর ছেলে।
বৃহস্পতিবার (১০ জুলাই) উপজেলার পদুয়া ইউনিয়নের মোবারক আলী টিলা এলাকায় বিকালে এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত রাসেল এক বছর আগে প্রবাস থেকে দেশে এসেছিলেন। মোবারক আলী টিলা এলাকায় বৃহস্পতিবার বিকালে একদল সন্ত্রাসী তাকে প্রকাশ্যে একাধিক গুলি করে এবং কুপিয়ে হত্যা করে পাশের ধানি জমিতে ফেলে চলে যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বির মোহাম্মদ সেলিম জানান, তার শরীরে একাধিক শর্টগানের গুলির চিহ্ন এবং একাধিক ধারালো অস্ত্রের সাহায্যে কুপিয়ে যখম করার চিহ্ন রয়েছে। লাশটি উদ্ধার করা হয়েছে। তদন্ত করে এই ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
পূর্বকোণ/পিআর