চট্টগ্রাম মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ:

হালদা নদী থেকে ৮ হাজার মিটার অবৈধ জাল উদ্ধার
ফাইল ছবি

ফটিকছড়িতে হালদা নদীর পানি বিপদসীমা অতিক্রম করছে, বন্যার শঙ্কা

ফটিকছড়ি সংবাদদাতা

৯ জুলাই, ২০২৫ | ৪:২৭ অপরাহ্ণ

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও গত কয়েকদিনের ভারি বর্ষণে বন্যার আশঙ্কায় শঙ্কিত উপজেলাবাসী।

 

উপজেলার উপর দিয়ে বয়ে যাওয়া হালদা নদীর পানি ক্রমশ বাড়ছে। দুপুরে হালদা নদীর উপজেলার নারায়ণহাট পয়েন্টে বিপদসীমার ২৩ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহীত হচ্ছে।

 

পানি উন্নয়ন বোর্ড চট্টগ্রামের উপ-সহকারী প্রকৌশলী সোহাগ জানান, হালদার একটি পয়েন্ট বিপদসীমা অতিক্রম করছে। কিন্তু বাকিগুলো পয়েন্ট এখনো বিপদসীমা অতিক্রম করেনি। যদি সেগুলো বিপদসীমা অতিক্রম করে তবেই বন্যা হবে।

 

উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ মোজাম্মেল হক চৌধুরী জানিয়েছেন, ফটিকছড়ির নিম্নাঞ্চলে জলাবদ্ধতা দেখা দিয়েছে। সড়ক কিংবা বাড়ির উঠানে পানি জমেছে। উপজেলার উপর দিয়ে বয়ে যাওয়া হালদা নদীর একটি পয়েন্ট বিপদসীমা অতিক্রম করছে। তিনি বিভিন্নভাবে উপজেলাবাসীকে সতর্ক করছেন বলে জানিয়েছেন।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট