চট্টগ্রাম মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫

নিষিদ্ধ ওষুধ বিক্রির দায়ে বোয়ালখালীতে ৩ ফার্মেসিকে জরিমানা, একটি সিলগালা
অভিযান পরিচালনা করছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা।

নিষিদ্ধ ওষুধ বিক্রির দায়ে বোয়ালখালীতে ৩ ফার্মেসিকে জরিমানা, একটি সিলগালা

বোয়ালখালী সংবাদদাতা

৮ জুলাই, ২০২৫ | ৭:২৬ অপরাহ্ণ

চট্টগ্রামের বোয়ালখালীতে মেয়াদোত্তীর্ণ ওষুধ, ফিজিশিয়ান স্যাম্পল ও নিষিদ্ধ ওষুধ বিক্রয়ের দায়ে তিন ফার্মেসিকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এর মধ্যে কোনো প্রকারের অনুমোদন না থাকায় দরবার মেডিকো নামের এক ফার্মেসি সিলগালা করে দেওয়া হয়েছে।

 

মঙ্গলবার (৮ জুলাই) উপজেলার গোমদণ্ডী ফুলতল এবং কধুরখীল চৌধুরী হাট এলাকায় এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা।

 

তিনি জানান, বোয়ালখালী পৌরসভার গোমদণ্ডী ফুলতলে মেয়াদোত্তীর্ণ ওষুধ, ফিজিশিয়ান স্যাম্পল ও নিষিদ্ধ ওষুধ বিক্রয়ের দায়ে আল ইমাম মেডিকোর আরিফ হোসেনকে ৫ হাজার টাকা, বোয়ালখালী জেনারেল হাসপাতাল ফার্মেসির রাজু দে’কে ২ হাজার টাকা এবং কধুরখীল চৌধুরী হাট এলাকার দরবার মেডিকোর বেলালকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এর মধ্যে কোনো অনুমোদন লাইসেন্স না থাকায় ও অব্যবস্থাপনার কারণে দরবার মেডিকো ফার্মেসি সিলগালা করা হয়।

 

এছাড়া ত্রিপলবিহীন বালু পরিবহনের দায়ে বায়ুদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা ২০২২ এর সংশ্লিষ্ট ধারায় নুরুল আলমকে ২ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

 

আদালত পরিচালনায় সহযোগিতা করেন চট্টগ্রাম ঔষধ প্রশাসন জেলা কার্যালয়ের ওষুধ তত্ত্বাবধায়ক মো. আবিদ আহসান।

 

পূর্বকোণ/পূজন/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট