চট্টগ্রাম সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ:

বোয়ালখালীতে অটোরিকশার পিছনে অটোরিকশার ধাক্কা, অন্তঃসত্ত্বা নারীসহ আহত ৫

অটোরিক্সার পিছনে আরেক অটোরিক্সার ধাক্কা, অন্তঃসত্ত্বা নারীসহ আহত ৫

বোয়ালখালী সংবাদদাতা

৮ জুলাই, ২০২৫ | ৪:০৭ অপরাহ্ণ

চট্টগ্রামের বোয়ালখালীতে দাঁড়িয়ে থাকা এক সিএনজি অটোরিকশাকে আরেক অটোরিকশার ধাক্কা দিলে অন্তঃসত্ত্বা নারীসহ অন্তত ৫ যাত্রী আহত হয়েছেন।

 

মঙ্গলবার (৮ জুলাই) দুপুর আড়াইটার দিকে উপজেলার আরাকান সড়কের গোমদণ্ডী ফুলতল এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।

 

প্রত্যক্ষদর্শী ও অটোরিকশা যাত্রী মো.জয়নাল আবেদীন বলেন, আরকান সড়কের গোমদণ্ডী ফুলতল এলাকায় একটি কমিউনিটি সেন্টারে সামনে কালুরঘাটগামী এক অটোরিকশা থেকে যাত্রী নামানোর সময় পেছন দিক থেকে আসা আরেকটি অটোরিকশা ধাক্কা দেয়। এতে দাঁড়িয়ে থাকা ও পেছন দিক থেকে ধাক্কা দেওয়া দুই অটোরিকশার যাত্রীরা আহত হন।

 

এর মধ্যে পেছন দিক থেকে আসা অটোরিকশায় একজন অন্তঃসত্ত্বা নারী ছিলেন। তিনি মুখে আঘাত পেয়েছেন। তাকে উদ্ধার করে ফুলতলের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।

 

বেসরকারি বোয়ালখালী জেনারেল হাসপাতালের সুপার ভাইজার আবদুল কাদের জানান, সুমি (২৩) নামের এক অন্তঃসত্ত্বা নারী মুখে আঘাত পেয়েছেন। তাকে হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হয়েছে।

 

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার বলেন, ঘটনাস্থল থেকে অটোরিকশাটি পুলিশ হেফাজতে নিয়েছে। এবিষয়ে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট