চট্টগ্রাম মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ:

বোয়ালখালীতে চুরি যাওয়া বাস কুমিরায় উদ্ধার, একজন গ্রেপ্তার

বোয়ালখালীতে চুরি যাওয়া বাস কুমিরায় উদ্ধার, একজন গ্রেপ্তার

বোয়ালখালী সংবাদদাতা

৮ জুলাই, ২০২৫ | ১:১৩ অপরাহ্ণ

চট্টগ্রামের বোয়ালখালী থেকে চুরি হওয়া বাস সীতাকুণ্ড উপজেলার কুমিরা এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। এসময় বাস চুরির ঘটনায় জগিত সন্দেহে মো.শহিদুল ইসলাম কেচোবানী (৩২) নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

 

শহিদুল উপজেলার শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের খরণদ্বীপ গ্রামের ইছহাক মাস্টার বাড়ির মৃত মো. রশিদ আলীর ছেলে।

 

সোমবার (৭ জুলাই) সকালে বাস চুরির ঘটনায় বোয়ালখালী মামলা দায়ের করেন বাস মালিক। ওইদিন সকাল ৯টায় কুমিরা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো.ফারুক সন্দেহজনক গতিবিধির কারণে বাসটি (চট্টমেট্রো ছ-১১-২০৮৪) চালকসহ আটক করেছিলেন। খবর পেয়ে সোমবার দিবাগত রাতে খবর পেয়ে বাসটি উদ্ধার করে বোয়ালখালী থানা পুলিশ।

 

মামলার বাদী কাজল দে জানান, আমার ভাই রুবেল দে পেশায় একজন বাসচালক। তার নিজস্ব মালিকানাধীন বাসটি প্রতিদিনের মতো গত রবিবার (৬ জুলাই) রাত ১১টার দিকে উপজেলার কানুনগোপাড়া অগ্রণী ব্যাংকের সামনে পাকা রাস্তায় পার্কিং করে সে বাড়িতে চলে যায়। এরপর সোমবার (৭ জুলাই) ভোর ৬টার দিকে এসে দেখে বাসটি নেই।

 

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার বলেন, সীতাকুণ্ড উপজেলার কুমিরা থেকে বাসটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত মো. শহিদুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট