
কক্সবাজারের পেকুয়া উপজেলায় এক রাতে আবারও ৩টি গরু চুরির ঘটনা ঘটেছে বলে জানা যায়। এলাকায় চুরি হওয়ার ঘটনা জানাজানি হওয়ার পর থেকে খামারিদের মাঝে চোর আতঙ্ক বিরাজ করছে।
রবিবার (৬ জুলাই) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার সদর ইউনিয়নের পেকুয়া সিকদার পাডার কবরস্থান সংলগ্ন এলাকার জাকের হোছাইন চৌধুরীর বাড়ির গোয়াল ঘরে এ চুরির ঘটনা ঘটে।
উপজেলা বিএনপির প্রচার ও প্রকাশনা সম্পাদক মুজিবুল হক চৌধুরী বলেন, আশপাশের এলাকার বেশির ভাগ মানুষের পেশা কৃষিকাজ। কৃষি কাজের পাশাপাশি তারা বিভিন্ন জাতের গবাদি পশু পালন করে থাকেন। ওই সব এলাকায় প্রায় শতাধিক গরুর খামার রয়েছে। আর গরু রয়েছে কয়েক শতাধিক। গতকাল রবিবার দিবাগত রাত আড়াইটার দিকে পেকুয়া সিকদার পাড়া এলাকার আমার আপন চাচা জাকের হোছাইন চৌধুরীর ৩টি গরু গোয়াল ঘর থেকে চুরি করে নিয়ে যায় চোরের দল।
তিনি আরও জানান, সিসি ক্যামেরায় দেখা যায় গত রাত আড়াইটায় দিকে একটি সবুজ রঙের মিনি পিকআপ নিয়ে এসে চোরের দল গোয়াল ঘরে ডুকে, ৩টার দিকে গোয়াল ঘর থেকে ৩টি গরু নিয়ে বের হয়ে চলে যায়। যার আনুমানিক মূল্য ৩ লাখ টাকার বেশি হবে। এ বিষয়ে থানায় জানানো হয়েছে।
পেকুয়া সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান এম. শাহনেওয়াজ আজাদ বলেন, গতকাল রবিবার দিবাগত রাতে জাকের হোছাইন চৌধুরীর ৩টি গরু গোয়াল ঘর থেকে চুরি করে নিয়ে গেছে বলে জেনেছি। ভুক্তভোগী পরিবার আইনগত ব্যবস্থা নিচ্ছে।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল মোস্তফা বলেন, গরু চুরির ঘটনা শুনে পুলিশ ঘটনাস্থল তদন্ত করতে পাঠানো হয়েছে। তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, গত ২ মার্চ রবিবার দিবাগত রাত সোয়া একটার দিকে চট্টগ্রাম নগরীর চকবাজার থানার ওসি জাহেদুল কবিরের গ্রামের বাড়ি পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পূর্ব মেহেরনামা চডাপাডা সালাহউদ্দিন ব্রিজ সংলগ্ন এলাকায় বাড়ির গোয়াল ঘর থেকে অস্ত্রের মুখে জিম্মি করে ৩টি গরু লুট করে নিয়ে যায় ডাকাত দল। গত ১৩ এপ্রিল দিবাগত রাত ৩টার দিকে টইটং ইউনিয়নের বটতলী এলাকার মোজাম্মেলের গোয়াল ঘর থেকে ২টি গাভী চুরি করে নিয়ে যায়। এছাড়া বিভিন্ন সময় উপজেলার বিভিন্ন জায়গায় চুরির ঘটনা ঘটে যাচ্ছে বলে বিভিন্ন সূত্রে জানা যায়।
পূর্বকোণ/এমরান/জেইউ