চট্টগ্রাম শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ:

হাটহাজারীতে ন্যায্যমূল্যে সার বীজ কীটনাশকসহ সুদমুক্ত ঋণ দাবি
বাংলাদেশ কৃষিজীবী শ্রমিক ইউনিয়ন চট্টগ্রাম উত্তর জেলার কৃষক সমাবেশ

হাটহাজারীতে ন্যায্যমূল্যে সার বীজ কীটনাশকসহ সুদমুক্ত ঋণ দাবি

বিজ্ঞপ্তি

২ জুলাই, ২০২৫ | ১১:০০ অপরাহ্ণ

বাংলাদেশ কৃষিজীবী শ্রমিক ইউনিয়ন চট্টগ্রাম উত্তর জেলা শাখার উদ্যোগে চট্টগ্রামের হাটহাজারীতে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 

বুধবার উপজেলার ধলই ইউনিয়নে অনুষ্ঠিত এই সমাবেশে সভাপতিত্ব করেন চট্টগ্রাম উত্তর জেলা সভাপতি অধ্যক্ষ শহীদুল ইসলাম চৌধুরী। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কৃষিজীবী শ্রমিক ইউনিয়ন চট্টগ্রাম অঞ্চলের সেক্রেটারি মাস্টার এনামুল হক।

 

বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম উত্তর জেলা সভাপতি ইউছুফ বিন আবু বকর।

 

বক্তব্য রাখেন কৃষি শ্রমিক ইউনিয়ন হাটহাজারীর সভাপতি বাদশা মিয়া, ফটিকছড়ি উপজেলা সভাপতি লোকমান হোসেন চৌধুরী, রাউজান উপজেলা সভাপতি আবদুস শুক্রর, হাটহাজারী উপজেলা সেক্রেটারি আবু তাহের চৌধুরী। স্থানীয়দের মধ্যে বক্তব্য রাখেন আলম চৌধুরী, আনোয়ার হোসেন, মীর আবছার ও সাইফুল্লাহ খান।

 

সভায় ১০০ জন কৃষক ফরম পূরণ করে কৃষিজীবী শ্রমিক ইউনিয়নে যোগদান করেন।

 

সভায় কৃষকদের কল্যাণে বোরো মৌসুমে বিনা খরচে সেচের ব্যবস্থা করা, ন্যায্যমূল্যে সার সরবরাহ করা, পরিশুদ্ধ বীজ সরবরাহ, কীটনাশক সরবরাহ করা ও বিনা সুদে ঋণ প্রদানের জন্য সরকারের প্রতি জোর দাবি জানানো হয়।

 

পূর্বকোণ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট