
কক্সবাজারের রামুতে দিনদুপুরে ডাকাতিকালে এলাকাবাসীর গণপিটুনিতে আবদুল মান্নান (৩০) নামে ডাকাতদলের এক সদস্য নিহত হয়েছে। নিহত ডাকাত আবদুল মান্নান একই এলাকার মো. হোছন আলীর ছেলে।
রবিবার (২৯ জুন) সকাল ১০টার দিকে কম্বনিয়া এলাকার রশিদ আহম্মেদের বাড়িতে এই ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, রশিদ আহমদের বাড়িতে ঢুকে ডাকাতি চেষ্টাকালে তার মেয়ে সাবিনা ইয়াসমিন চিৎকার করে এলাকাবাসী সাহায্য চান। এসময় এলাকার সর্বস্তরের লোকজন এগিয়ে যায় এবং ডাকাতিতে অভিযুক্ত আবদুল মান্নানকে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলে নিহত হয় আবদুল মান্নান।
রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৈয়বুর রহমান বলেন, নিহত মান্নান একজন চিহ্নিত ডাকাত। তার বিরুদ্ধে রামু থানায় ধর্ষণ ও ডাকাতির ডজনখানেক মামলা রয়েছে। তার পরিবারের অন্যান্য সদস্যারাও এ কাজে জড়িত। ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
পূর্বকোণ/পিআর