চট্টগ্রাম সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ:

কুতুবদিয়ায় ইভটিজিংয়ের অভিযোগে ৩ যুবকের দণ্ড

কক্সবাজার প্রতিনিধি

২৬ জুন, ২০২৫ | ১০:৪৩ অপরাহ্ণ

কক্সবাজারের কুতুবদিয়া উপজেলায় তিন স্কুলছাত্রীকে ইভটিজিংয়ের অভিযোগে তিন যুবককে আটক করে জনসম্মুখে সাজা দিয়েছেন মোবাইল কোর্ট।

 

বৃহস্পতিবার (২৬ জুন) সন্ধ্যা ৭টা ২০ মিনিটে কুতুবদিয়া এসিল্যান্ড শাহাদাত হোসেনের নেতৃত্বে থানার অফিসার ইনচার্জসহ  পুলিশের একটি দল এই অভিযান পরিচালনা করে।

 

ঘটনাটি ঘটে কুতুবদিয়া উপজেলার দক্ষিণ ধূরুং ইউনিয়ন পরিষদ সংলগ্ন আকবর শাহ গেটের সামনে। অভিযোগ ছিল- নবম শ্রেণির ৩ জন ছাত্রীকে যুবকরা উত্ত্যক্ত করছিল।

অভিযানকালে ঘটনাস্থলেই অভিযুক্তরা জনসম্মুখে তাদের অপরাধ স্বীকার করে। মোবাইল কোর্ট তাৎক্ষণিকভাবে দণ্ডবিধি ১৮৬০ এর ৫০৯ ধারায় রায় ঘোষণা করে। এতে মো. মনির (২০) নামের এক যুবককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এছাড়া, একই ধারায় অপর দুইজনকে প্রত্যেকের ১০০০ টাকা করে মোট ২০০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

পূর্বকোণ/এরফান/ আরআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট