
কক্সবাজারের মহেশখালীতে দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র ও গুলিসহ একজনকে গ্রেপ্তার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। বুধবার (১৯ জুন) মধ্যরাতে ইউনিয়নের মিয়াজির পাড়া সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেন কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার মধ্যরাতে কোস্ট গার্ড এবং পুলিশের যৌথ টিম উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের মিয়াজির পাড়া সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানে মহেশখালীর কুখ্যাত সন্ত্রাসী আবু বক্কর সিদ্দিকীর বাড়িতে তল্লাশি চালিয়ে ৩টি দেশীয় পিস্তল, ৭ রাউন্ড তাজা কার্তুজ, ১টি চাইনিজ কুড়াল, ৪ টি রামদা ও ১ টি ব্রাস নাকলসহ তাকে গ্রেপ্তার করা হয়।
পূর্বকোণ/পিআর