চট্টগ্রাম রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ:

বায়েজিদে পানিতে ডুবে মাদ্রাসাছাত্রের মৃত্যু

বায়েজিদে পানিতে ডুবে মাদ্রাসাছাত্রের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

১৬ জুন, ২০২৫ | ২:২৩ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীর বায়েজিদ থানাধীন ওয়াজেদিয়া এলাকার একটি পুকুরে ডুবে এক মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে। রবিবার (১৫ জুন) সন্ধ্যার দিকে এই ঘটনা ঘটে।

 

নিহত আশরাফুল মোস্তফা আলিফ (১৬) পোমরা জামেউল উলুম ফাজিল মাদ্রাসার দাখিল নবম শ্রেণির ছাত্র এবং পোমরা আজিমনগর গাউছিয়া পাড়া এলাকার প্রবাসী আবুল কালাম আজাদের ছেলে। তাদের নিজ বাড়ি রাউজানের আন্দারমানিক হলেও গত ১৫ বছর ধরে তারা রাঙ্গুনিয়ায় বসবাস করছে।

 

জানা যায়, গতকাল রবিবার বিকালে বন্ধুদের সাথে ফুটবল খেলা শেষে তিন বন্ধু একসাথে পানিতে নামে গোসল করার জন্য। এসময় হঠাৎ আলিফ পানিতে তলিয়ে যায়। প্রায় আধাঘণ্টা ধরে খোঁজাখুঁজির একপর্যায়ে তাকে উদ্ধার হয়। দ্রুত তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান বলেন, গতকাল পানিতে ডুবে এক কিশোরের মৃত্যু হয়েছে। পরিবারের আবেদনের প্রেক্ষিতে বিনাময়নাতদন্তে লাশ হস্তান্তর করা হয়েছে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট