
খাগড়াছড়ির দীঘিনালার মাইনী নদীতে স্রোতে ভেসে গিয়ে মো. আরিয়ান নামে ৮ বছর বয়সী এক শিশু নিখোঁজ হয়েছে। সে উপজেলার কবাখালী ইউনিয়নের দক্ষিণ মিলনপুর এলাকার মো. জাকির হোসেনের ছেলে।
শনিবার (১৪ জুন) সকাল সাড়ে ৯টায় কবাখালী বাজার–সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, নদীর পানিতে উজান থেকে ভেসে আসা লাকড়ি সংগ্রহের চেষ্টা করছিল আরিয়ান। এ সময় প্রবল স্রোতে সে ভেসে যায়। নদীতে তার খোঁজে ফায়ার সার্ভিসের তল্লাশি অভিযান চলছে।
বিষয়টি নিশ্চিত করেছেন দীঘিনালা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমিত কুমার সাহা। তিনি বলেন, লাকড়ি সংগ্রহ করতে গিয়ে ওই শিশু নদীর স্রোতে ভেসে গেছে। তাকে উদ্ধারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
পূর্বকোণ/এএইচ