
চট্টগ্রামের চন্দনাইশ পৌরসভা এলাকায় পানি চলাচলের পথে ভাসনাম অবস্থায় নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (৮ জুন) পৌরসভার জোয়ার মাদ্রাসা সংলগ্ন মহিলা কলেজের উত্তর পাশে পানি চলাচলের পথ থেকে এ লাশ উদ্ধার করা হয়।
চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান জানান, খবর পেয়ে নবজাতকের গলিত লাশটি উদ্ধার করা হয়েছে। গাউসিয়া কমিটি বাংলাদেশের দাফন-কাফন কমিটিকে লাশটি হস্তান্তর করা হয়েছে।
গাউসিয়া কমিটি কমিটির প্রধান সমন্বয়ক সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা সোলাইমান ফারুকী জানান, থানা কর্তৃপক্ষকে অবহিত করার পর তাদের অনুমতি সাপেক্ষে নবজাতকের লাশের গোসল সম্পন্ন করে চন্দনাইশ জাতীয় কবরস্থানে রাতে দাফন কার্য সম্পাদন করা হয়।
পূর্বকোণ/পিআর