চট্টগ্রাম সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫

নাইক্ষ্যংছড়ির দোছড়িতে বিদ্যুৎ ও সড়ক যোগাযোগ বিপর্যস্ত
ভারী বৃষ্টিপাতে ইউনিয়ন পরিষদের পাশে বড় বড় গাছ উপড়ে পড়েছে

নাইক্ষ্যংছড়ির দোছড়িতে বিদ্যুৎ ও সড়ক যোগাযোগ বিপর্যস্ত

নাইক্ষ্যংছড়ি সংবাদদাতা

৩ জুন, ২০২৫ | ৭:২৭ অপরাহ্ণ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার দোছড়ি ইউনিয়নে টানা পাঁচদিন ধরে ঝড়ো হাওয়া ও ভারী বৃষ্টিপাতে ইউনিয়ন পরিষদের পাশে বড় বড় গাছ উপড়ে পড়েছে। এতে দুটি দোকান আংশিক ক্ষতিগ্রস্ত, বিদ্যুৎ সংযোগ বন্ধ এবং গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচলে মারাত্মক বিঘ্ন ঘটে।

 

মঙ্গলবার (৩ জুন) সকাল ৯টার দিকে ঝড়ো হাওয়া শুরু হয়। একাধিক সড়কে গাছ পড়ে থাকায় জনসাধারণের চলাচলে চরম দুর্ভোগ দেখা দিয়েছে। জরুরি সেবা কার্যক্রমও ব্যাহত হচ্ছে।

 

দোছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইমরান বলেন, ঝড়ে তিনটি গাছ উপড়ে পড়ে। এর মধ্যে দুটি গাছ স্থানীয় মিজান ও আবছারের দোকানের ওপর পড়ায় আংশিক ক্ষতি হয়েছে। ইতোমধ্যে রাস্তা পরিষ্কারের উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে যান চলাচল স্বাভাবিক হয়।

 

নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী বলেন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে নির্দেশ দেওয়া হয়েছে দ্রুত পরিষদের সদস্যদের সঙ্গে বৈঠক করে জরুরি পদক্ষেপ গ্রহণের জন্য, যাতে জনদুর্ভোগ কমে।

 

এদিকে, স্থানীয়রা আশঙ্কা করছেন, দ্রুত প্রশাসনিক সহায়তা না মিললে পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করতে পারে।

 

 

পূর্বকোণ/শামীম/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট