
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার চণ্ডীতীর্থ মেধস আশ্রমের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী বুলবুলানন্দ মহারাজ মৃত্যুবরণ করেছেন। তিনি চন্দনাইশ উপজেলার বরমা ইউনিয়নের এক সম্ভ্রান্ত সেন পরিবারে জন্মগ্রহণ করেছিলেন।
শনিবার (৩১ মে) সকাল ৭টায় সময় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০বছর।
বিষয়টি নিশ্চিত করে মেধস আশ্রম পরিচালনা কমিটির সভাপতি অধ্যাপক স্বদেশ চক্রবর্তী বলেন, দুই দশকেরও বেশি সময় ধরে মেধস আশ্রমে মহারাজের দায়িত্ব পালন করে আসছিলেন।
পূর্বকোণ/পিআর