
খাগড়াছড়ি মাটিরাঙার তাইন্দ ইউনিয়নের আমতলা সীমান্ত দিয়ে ভারতীয় বিএসএফ ১৪ জনকে পুশইন করেছে। শুক্রবার ভোর রাতে তাদেরকে ঠেলে দেয়।
বিজেপির নিরাপত্তায় এসব লোকজন ডিপি পাড়া প্রাইমারি স্কুলে রয়েছে।
মাটিরাঙা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনজুর আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, এদেরকে মানবিক দিক বিবেচনাই করে আমরা খাবার দিচ্ছি।
তিনি আরো বলেন, তাদেরকে আইনি প্রক্রিয়ায় যাচাই-বাছাইয়ের কাজ চলছে। ইতিপূর্বে যারা এসেছে তাদেরকে তাদের আত্মীয়-স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে।
পূর্বকোণ/জহুর/জেইউ/পারভেজ