
সংযুক্ত আরব আমিরাতের রাজধানী দুবাইয়ে ইলেক্ট্রিকের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. বাবু নামে ফটিকছড়ির এক যুবকের মৃত্যু হয়েছে।
নিহত বাবু উপজেলার বাবুনগর এলাকার মৃত মো. জমিলের ছেলে বলে জানা গেছে।
সোমবার (২৭ মে) সকালে ড্রিল মেশিন চালানোর সময় শর্টসার্কিট থেকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।
জানা গেছে, বাবুর শৈশব কেটেছে লেলাং ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মধ্যম গোপাল ঘাটায় নানার বাড়িতে। পরিবারের দুই ভাইয়ের মধ্যে বাবু ছিলেন বড়।
পূর্বকোণ/পিআর/এএইচ