চট্টগ্রাম শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ:

মিরসরাইয়ে ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার
ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সদস্য সাইদুল হক

মিরসরাইয়ে ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

২২ মে, ২০২৫ | ১২:৪২ অপরাহ্ণ

চট্টগ্রামের মিরসরাইয়ে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সদস্য সাইদুল হক নামে এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

‎বুধবার (২১ এপ্রিল) দিবাগত রাতে বড়তাকিয়া বাজারের অর্থনৈতিক অঞ্চলের প্রবেশ মুখে একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার সাইদুল উপজেলার ইছাখালী ইউনিয়নের ইসলামপুর এলাকার আমিনুল হকের ছেলে। সাইদুল নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি আল নাহিয়ান খান জয়-লেখক ভট্টাচার্য কমিটির কেন্দ্রীয় সদস্য ছিলেন।

 

‎মীরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে একটি প্রাইভেটকার তল্লাশি করে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় সদস্য সাইদুল হককে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।

 

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট