
কক্সবাজার শহরের ১১ নম্বর ওয়ার্ড (দক্ষিণ) শাখা বিএনপির দপ্তর সম্পাদক নাসির উদ্দীনকে বিদেশি মদসহ আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজার।
গত শনিবার (১০ মে) রাত ১০টার দিকে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তার বাসা থেকে ২০ বোতল বিদেশি মদ উদ্ধার করে এবং তাকে আটক করে।
স্থানীয় সূত্রে জানা যায়, নাসির উদ্দীন দক্ষিণ বাহারছড়া এলাকার মৃত ওলা মিয়ার ছেলে এবং ১১ নম্বর ওয়ার্ড দক্ষিণ শাখা বিএনপির সাধারণ সম্পাদক মো. করিমের ছোট ভাই। অভিযোগ রয়েছে, নাসির দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত এবং মোটা অঙ্কের অর্থ লেনদেনের মাধ্যমে রাজনৈতিক দলের পদ বাগিয়ে নিয়েছেন।
এ বিষয়ে ১১ নম্বর ওয়ার্ড বিএনপির দক্ষিণ শাখার সভাপতি আব্দুল গফুর বলেন, তিনি বিষয়টি সম্পর্কে অবগত নন। তবে এমন ঘটনা ঘটে থাকলে তা দুঃখজনক। তিনি জানান, কমিটির সাধারণ সম্পাদক মো. করিম তার ছোট ভাই নাসিরকে কমিটিতে অন্তর্ভুক্ত করেছিলেন এবং নাসির মাদকের সাথে জড়িত কিনা তা তার জানা নেই।
কক্সবাজার জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মো. সিরাজুল মোস্তফা আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নাসির নামের একজনকে বিদেশি মদসহ আটক করা হয়েছে এবং যথাযথ আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
পূর্বকোণ/এরফান/জেইউ/পারভেজ