
রাঙামাটির রাজস্থলীতে অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত আসামি রুপম কর্মকারকে (৩৭) গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (২৬ এপ্রিল) গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার রুপম কর্মকার রাজস্থলী উপজেলার ১ নম্বর ঘিলাছড়ি ইউনিয়নের অংজাইন পাড়ায় বসবাসরত বংকিম কর্মকারের ছেলে।
রাজস্থলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী জানান, গ্রেপ্তার আসামিকে রাজস্থলী থানার পুলিশ স্কটের মাধ্যমে রাঙামাটি আদালতে সোপর্দ করা হয়।
পূর্বকোণ/আজগর/জেইউ/পারভেজ