চট্টগ্রাম রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ:

হাটহাজারীতে সীমানা বিরোধের জেরে কাঠের আঘাতে একজনের মৃত্যু
হাটহাজারী মডেল থানা

হাটহাজারীতে সীমানা বিরোধের জেরে কাঠের আঘাতে একজনের মৃত্যু

হাটহাজারী সংবাদদাতা

২৩ এপ্রিল, ২০২৫ | ১১:১১ অপরাহ্ণ

চট্টগ্রামের হাটহাজারীতে বসতঘরের সীমানা সংক্রান্ত বিরোধের জেরে বাটামের (কাঠ) আঘাতে শফিউল আলম (৬৪) নামে একব্যক্তি মারা গেছেন।

 

বুধবার (২৩ এপ্রিল) বিকালের দিকে উপজেলার ২ নম্বর ধলই ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের তিতাগাজীর বাড়িতে এই ঘটনা ঘটে। এ ঘটনায় নিহত শফিউল আলমের ছেলে রবিউল আলম গুরুতর আহত হন।

 

নিহত শফিউল আলম তিতাগাজী বাড়ির মৃত সুলতান আহমদের ছেলে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন রফিকের লোকেরা শফিউল আলম ও তার ছেলে রবিউলকে নিয়ে নিজ ঘরের কাজ করছিলেন। বিকালের দিকে একই বাড়ির মো. সেলিম ও তার ছেলে সজিব উদ্দিন হঠাৎ বাঠাম (কাঠ) দিয়ে শফিউল আলমসহ তার ছেলেকে আঘাত করে পালিয়ে যায়। পরে আশেপাশের লোকজন ছুটে এসে আহতদের উদ্ধার করে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে দায়িত্বরত চিকিৎসক শফিউল আলমকে মৃত ঘোষণা করে। আঘাত গুরুতর হওয়ায় রবিউল আলমকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে রেফার করেন।

 

খবর পেয়ে হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো. তারেক আজিজ ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে মডেল থানা পুলিশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি শেষে ময়নাতদন্তের জন্য লাশ চমেক মর্গে প্রেরণ করেন।

 

সংশ্লিষ্ট ইউপি সদস্য মো. মহিন উদ্দিন বলেন, দুই পরিবারের তুচ্ছ ঘটনা নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে শফিউল আলমকে বাটাম (গাছ) দিয়ে আঘাত করলে তিনি গুরুতর আহত হয়। পরে শফিউল আলম স্বাস্থ্য কমপ্লেক্সে মারা যান। রফিক ও নিহত শফিউল আলম সম্পর্কে চাচাতো জেঠাতো ভাই। নিহতের পরিবার থানায় মামলা দেওয়ার প্রস্তুতি গ্রহণ করেছে।

 

হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো. তারেক আজিজ বলেন, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। অপরাধী যেই হোক দ্রুত সমযের মধ্যে তাদের আইনের আওতায় আনা হবে। ইতোমধ্যে পুলিশ অপরাধীদের ধরতে অভিযান শুরু করে দিয়েছে।

 

রাত সাড়ে ৯টায় এ রিপোর্ট লেখা সময় পর্যন্ত ওই এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে।

 

 

পূর্বকোণ/খোরশেদ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট