চট্টগ্রাম রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ:

টঙ্গী ফ্লাইওভারে গাড়ির চাপায় রাঙ্গুনিয়ার ব্যবসায়ী নিহত
রাঙ্গুনিয়ার ব্যবসায়ী মো. মুক্তার হোসেন।

টঙ্গী ফ্লাইওভারে গাড়িচাপায় রাঙ্গুনিয়ার ব্যবসায়ী নিহত

রাঙ্গুনিয়া সংবাদদাতা

১৬ এপ্রিল, ২০২৫ | ২:৫৮ অপরাহ্ণ

ঢাকার টঙ্গীতে অজ্ঞাত গাড়ির ধাক্কায় মো. মুক্তার হোসেন (৪২) নামে রাঙ্গুনিয়ার এক ব্যবসায়ী নিহত হয়েছেন। বুধবার (১৬ এপ্রিল) ভোরে ঢাকার টঙ্গী ফ্লাইওভারের উপর এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত মো. মুক্তার হোসেন (৪২) রাঙ্গুনিয়া পৌরসভার মুরাদ নগর পশ্চিম পাড়া এলাকার বাসিন্দা মো. আবদুল্লাহর ছেলে।

 

পারিবারিক সূত্রে জানা যায়, মুক্তার চাকরির সুবাদে ঢাকায় স্ত্রী-সন্তান নিয়ে থাকতেন। পাশাপাশি ব্যবসাও করতেন। ব্যবসায়ীক কাজে তিনি নওগাঁ গিয়ে বুধবার ভোরে বাসায় ফিরছিলেন। ফেরার পথে তিনি এই দুর্ঘটনার কবলে পড়ে প্রাণ হারিয়েছেন। এলাকায় অত্যন্ত বিনয়ী ও সজ্জন ব্যক্তি হিসেবে সকলের পছন্দের ছিলেন তিনি। তার মৃত্যুর খবরে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। পরিবারে চলছে শোকের মাতম। তার স্ত্রী ও ছোট ছোট দুই ছেলে সন্তান রয়েছে।

 

বিষয়টি নিশ্চিত করে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ ফরিদুল ইসলাম জানান, বুধবার ভোরে টঙ্গী ফ্লাইওভারের উপরে রাস্তা পারাপারের সময় অজ্ঞাত গাড়ি মুক্তারকে ধাক্কা দিয়ে চলে যায়। তাকে উদ্ধার করে পাশের একটি হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। পরবর্তী আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট