চট্টগ্রাম মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শাকিল বহিষ্কার
চট্টগ্রাম দক্ষিণ জেলার যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ শাকিল

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শাকিল বহিষ্কার

বোয়ালখালী সংবাদদাতা

১৬ এপ্রিল, ২০২৫ | ১২:০২ পূর্বাহ্ণ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম দক্ষিণ জেলার যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ শাকিলকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।

 

মঙ্গলবার (১৫ এপ্রিল) সংগঠনটির দক্ষিণ জেলার আহ্বায়ক জোবাইর হোছেন ও সদস্য সচিব তৌহিদুল ইসলাম সাঈদ স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানান।

 

পত্রে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে সংগঠনটির দক্ষিণ জেলার কমিটি থেকে শাকিলকে বহিষ্কারাদেশ দিয়েছেন তারা।

 

এতে বিশেষভাবে উল্লেখ করা হয় যে বহিষ্কার পরবর্তী শাকিলের কোন কর্মকাণ্ডের দায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম দক্ষিণ জেলা নিবে না।

 

এর আগে গত সোমবার (১৪ এপ্রিল) বোয়ালখালী উপজেলা পরিষদ চত্বরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন নেতার মধ্যে মারামারির ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন আহত হন। এ নিয়ে একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি মামলাও দায়ের করেছেন থানায়।

 

 

পূর্বকোণ/পূজন/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট