চট্টগ্রাম বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫

সর্বশেষ:

ফটিকছড়িতে সন্ধ্যায় তালা ভেঙে দুর্ধর্ষ চুরি
ঘটনাস্থল ফটিকছড়ি থানার আওতাধীন

ফটিকছড়িতে সন্ধ্যায় তালা ভেঙে দুর্ধর্ষ চুরি

নাজিরহাট সংবাদদাতা

১৪ এপ্রিল, ২০২৫ | ১২:১৩ পূর্বাহ্ণ

চট্টগ্রাম ফটিকছড়িতে সন্ধ্যায় ঘরের তালা ভেঙে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। রবিবার (১৩ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার নাজিরহাট মাইজভান্ডার সড়কের ধুরুমকুল রহমানীয়া বাজারের সাথে লাগোয়া জনৈক সারদুল আলমের ঘরে এ ঘটনাটি ঘটে। ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

ক্ষতিগ্রস্ত সারদুল আলম জানান, আমার পরিবারের সদস্যরা বেড়াতে যাওয়ায় ঘর তালাবদ্ধ ছিল। আমি নিজেও ব্যবসায়িক ব্যস্ততায় বাহিরে ছিলাম। এ সুযোগে চোরের দল ঘরের দরজার তালা ভেঙে নগদ টাকা, স্বর্ণালংকার, ল্যাপটপ, কাপড়চোপড়সহ যা সামনে পেয়েছে সবকিছু নিয়ে তছনছ করে পালিয়েছে। এতে আনুমানিক আমার ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

 

ফটিকছড়ি থানার ওসি নুর আহমদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়েছে। সবকিছু প্রাথমিক তদন্ত করেছে। থানায় এখনো কোন অভিযোগ হয়নি। পুলিশ ঘটনাটিকে গুরুত্বের সাথে দেখছে।

 

 

পূর্বকোণ/মুন্না/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট