চট্টগ্রামের আনোয়ারায় শ্বশুরবাড়ি গিয়ে স্ত্রীকে না পেয়ে শাশুড়িকে হত্যার চাঞ্চল্যকর মামলার প্রধান আসামি হেলাল উদ্দিন মানিক (২৪)কে কক্সবাজার থেকে গ্রেপ্তার করেছে র্যাব।
র্যাব-১৫ ও র্যাব-৭ এর যৌথ আভিযানিক দল রবিবার (১৩ এপ্রিল) ভোরে কক্সবাজার সদর থানাধীন হোটেল-মোটেল জোন এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে।
ঘটনার অনুসন্ধানে জানা যায়, দুই বছর আগে অভিযুক্ত মানিকের সাথে ভিকটিমের মেয়ের পারিবারিকভাবে বিয়ে হয়। পেশায় রাজমিস্ত্রি মানিক সাংসারিক অভাবের কারণে স্ত্রীকে কর্ণফুলী ফ্যাক্টরিতে কাজ করাত এবং যৌতুকের জন্য প্রায়ই মারধর করত। একপর্যায়ে স্ত্রী বাবার বাড়িতে থাকতে শুরু করলে ঘটনার আগের দিন মানিক ফোন করে দুই হাজার টাকা দাবি করে। স্ত্রী টাকা দিতে অস্বীকার করলে মানিক তাদের দেখে নেওয়ার হুমকি দেয়।
পুলিশ সুত্রে জানা যায়, গত ৯ মার্চ স্ত্রী অসুস্থ থাকায় গার্মেন্টসে না যাওয়ার বিষয়টি জানাতে ফ্যাক্টরির ড্রাইভারের কাছে যাওয়ার সময় মানিক পথরোধ করে লোহার রড দিয়ে আক্রমণ করে। স্ত্রী দৌড়ে পাশের বাড়িতে আশ্রয় নিলে স্থানীয়রা মানিককে আটক করে রড কেড়ে নেয়। পরবর্তীতে মানিক তার শাশুড়ি রশিদা বেগমকে একা পেয়ে আকাশী গাছের ডাল দিয়ে মাথায় সজোরে আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পর মানিক পালিয়ে যায় এবং আত্মগোপনে চলে যায়।
র্যাব ১৫ এর কর্মকর্তা আ. ম. ফারুক জানান, গোপন তথ্যের ভিত্তিতে তারা অভিযান চালিয়ে রবিবার ভোরে মানিককে গ্রেপ্তার করতে সক্ষম হয়। গ্রেপ্তারকৃত মানিক চট্টগ্রামের আনোয়ারার ওষখাইন এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এই নৃশংস হত্যাকাণ্ড চট্টগ্রামে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছিল।
পূর্বকোণ/এরফান/পারভেজ