কক্সবাজারের উখিয়ায় ছুরিকাঘাতে এক রোহিঙ্গা যুবক নিহত এবং আরও দুইজন গুরুতর আহত হয়েছেন।
রবিবার (১৩ এপ্রিল) সন্ধ্যায় সাড়ে ৭টার দিকে কুতুপালং রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পের সি ব্লকে ইভটিজিংকে কেন্দ্র করে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহত রোহিঙ্গা যুবক হলেন, মোহাম্মদ নুর হোসেন প্রকাশ সাইফুল (২৩)। তিনি কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্পের ব্লক সি-এর বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ক্যাম্পের ফুটবল মাঠের পাশে এক রোহিঙ্গা তরুণীর সঙ্গে ইভটিজিংয়ের ঘটনাকে কেন্দ্র করে কথা-কাটাকাটির একপর্যায়ে প্রতিপক্ষ ছুরি নিয়ে হামলা চালায়। এতে সাইফুলসহ আরও দুইজন আহত হন। পরে তাদের কুতুপালং জিকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সাইফুলকে মৃত ঘোষণা করেন।
আহত দুইজন হলেন, মোহাম্মদ জোবায়ের (১৭) ও মোহাম্মদ রফিক (১৬)। তাদেরকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। জোবায়েরের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফ হোছাইন জানান, কুতুপালং রেজিস্ট্রার ক্যাম্পে ইভটিজিং করাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। জড়িতদের বিরুদ্ধে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে, ঘটনাস্থলে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা মোতায়েন রয়েছে এবং ঘটনার তদন্ত ও আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
পূর্বকোণ/মানিক/জেইউ/পারভেজ