চট্টগ্রাম সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫

সাংগ্রাইকে স্বাগত জানিয়ে মানিকছড়িতে বর্ণিল শোভাযাত্রা
মারমা সম্প্রদায়ের ‘মাহা সাংগ্রাই’ উৎসব উপলক্ষে বর্ণিল শোভাযাত্রা

সাংগ্রাইকে স্বাগত জানিয়ে মানিকছড়িতে বর্ণিল শোভাযাত্রা

মানিকছড়ি সংবাদদাতা

১৩ এপ্রিল, ২০২৫ | ১০:০০ অপরাহ্ণ

নতুন বছরকে বরণ করে নিতে খাগড়াছড়ির মানিকছড়িতে মারমা সম্প্রদায়ের‘মাহা সাংগ্রাই’উৎসব উপলক্ষে বর্ণিল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৩ এপ্রিল) বিকেলে মারমা ঐক্য পরিষদের উদ্যোগে মানিকছড়ি টাউনহল মাঠ থেকে মারমা জনগোষ্ঠীর বিশাল জনসমাগমে শুরু হওয়া শোভাযাত্রাটি খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কে মানিকছড়ি বাজার সড়ক প্রদক্ষিণ করে মহামুনি বৌদ্ধ বিহারে গিয়ে শেষ হয়।

শোভাযাত্রায় উপজেলা মারমা ঐক্য পরিষদ, মারমা যুব ঐক্য পরিষদ, মারমা মহিলা ঐক্য পরিষদ ও মারমা ছাত্র ঐক্য পরিষদের উপজেলা সিনিয়র নেতৃবৃন্দের পাশাপাশি অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মারমা ঐক্য পরিষদের সিনিয়র সহ-সভাপতি সুদাঅং মারমা, উপজেলা বিএনপির সভাপতি মো. এনামুল হক এনাম, সাধারণ সম্পাদক মো. মীর হোসেন, জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাবিব, জেলা যুবদলের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মো. মোশাররফ হোসেন প্রমুখ।

পূর্বকোণ/রবিউল/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট