চট্টগ্রাম মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫

সর্বশেষ:

চন্দনাইশে শতবর্ষী বিশ্ব পুকুরের বলি খেলা উদযাপন
চন্দনাইশ বরকলে বিশ্ব পুকুরের বলি খেলায় দুই প্রতিযোগীর লড়াই

চন্দনাইশে শতবর্ষী বিশ্ব পুকুরের বলি খেলা উদযাপন

চন্দনাইশ সংবাদদাতা

১৩ এপ্রিল, ২০২৫ | ৯:২৯ অপরাহ্ণ

উপজেলার বরকলে মৌলানা মনিরুজ্জামান ইসলামাবাদী প্রতিষ্ঠিত শত বছরের পুরানো ঐতিহ্যবাহী বিশ্ব পুকুরের বলি খেলা বিপুল দর্শক উপস্থিতিতে শেষ হযেছে। 

 

১৩ এপ্রিল (রবিবার) বিকালে বরকল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত বলি খেলাটি তৎকালীন ইসলামী চিন্তাবিদ, সাহিত্যিক ও রাজনীতিক মৌলানা মনিরুজ্জামান ইসলামাবাদী প্রায় ১ শ বছর পূর্বে বিশ্ব পুকুরের বলি খেলাটি সুচনা করেছিলেন। প্রতি বছর চৈত্র মাসের শেষদিনে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে বলি খেলার আয়োজন করে বাংলা নববর্ষকে বিদায় জানানো হয়। শুরু থেকে এই বলি খেলা অব্যাহত থাকলেও লক ডাউনের কারণে ৩ বছর খেলাটি বন্ধ ছিলো। পরদিন তথা পহেলা বৈশাখ চন্দনাইশ সদরে ২ শ বছরের পুরানো ঐতিহ্যবাহী ভরা পুকুরের বলি খেলা এখন আর আয়োজন করা হচ্ছে না। সে ঐতিহ্যবাহী ভরা পুকুর ভরাট করে নির্মাণ করা হয়েছে বাড়ি ঘর। তাই বিশ্ব পুকুরের বলি খেলাটি চন্দনাইশবাসীর জন্য একটি ঐতিহ্যের ধারক-বাহকও বটে।

 

পশ্চিম বাইনজুরী এলাকাবাসীর উদ্যোগে বাংলা নববর্ষের শেষদিন তথা ৩০ চৈত্র প্রতি বছরের ন্যায় এ বছরও দেশের বিভিন্ন এলাকা থেকে নামি-দামি বলিরা খেলায় অংশ নেয়।

 

খেলা শেষে পুরস্কার বিতরণী সভার আলোচনায় অংশ নেন মো. আমিনুল হক রাশেদ, লায়ন ফরিদুল আলম, মো. সরোয়ার উদ্দীন, ফেরদৌসুল আলম, জিয়াউর রহমান, রায়হান সিরাজী, নাছির উদ্দীন, গিয়াস উদ্দীন, জয়নাল আবেদীন, বোরহান উদ্দীন, মো. বোরহান, নুরুল আমিন, আবুল কালাম বারেক, আবদুল আজিজ, মহিউদ্দীন, মো. ইলিয়াছ, মো. তানভীর, মো. সৌরভ, হাসমত আলী, আবু তাহের, মো. ইউসুফ, মাহাবুব আলম, মো. রহিম প্রমুখ।

 

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মাস্টার আবদুল মান্নান, মো. আমিন, মো. রায়হান। খেলায় উখিয়ার করিমুল্লাহ চ্যাম্পিয়ন, উখিয়ার রফিকুল ইসলাম মানিক রার্নার-আপ, ভান্টু ৩য় স্থান অধিকার করে। খেলা শেষে চ্যাম্পিয়ন পুরস্কার এলইডি টিভিসহ অন্যান্য পুরস্কার বিজয়ীদের মাঝে বিতরণ করা হয়।

 

 

পূর্বকোণ/দেলোয়ার/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট