চট্টগ্রাম শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫

রাউজানে গোয়ালঘর থেকে ৪ গরু চুরি
প্রতীকী ছবি

রাউজানে গোয়ালঘর থেকে ৪ গরু চুরি

রাউজান সংবাদদাতা

১৩ এপ্রিল, ২০২৫ | ৮:৫৮ অপরাহ্ণ

চট্টগ্রামের রাউজানে গোয়ালঘর থেকে এক কৃষাণীর চারটি গরু চুরি হয়েছে। রবিবার (১৩ এপ্রিল) ভোরে ওই উপজেলার কদলপুর ইউনিয়নের কালাকাতের পাড়া এলাকার আরাফা খাতুন নামে এক কৃষাণীর গোয়াল ঘরে এই ঘটনা ঘটে।

 

তিনি বলেন, রাতে ভূষি খাইয়ে গরু চারটি গোয়ালঘরে রেখে ঘুমাই। আজ সকালে গোয়ালঘরে গিয়ে দেখি গরুর রশি কাটা। পাঁচটি গরুর একটিও গোয়াল ঘরে নেই। পরে একটি বাচুর গোয়াল ঘর থেকে কয়েকশ ফুট দূরে পাওয়া যায়। আমার অনেক কষ্টে লালন-পালন করা তিনটি গাভী, একটি ষাড়সহ চারটি গরু চুরি হয়। গরুগুলোর বর্তমান বাজার মূল্য প্রায় ২ লাখ ৬০ হাজার টাকা। আমি চারদিকে খোঁজাখুঁজি করে গরুগুলোর সন্ধান না পেয়ে রাউজান থানায় লিখিত অভিযোগ দিয়েছি।

 

স্থানীয় ওয়ার্ড প্রতিনিধি সৈয়দ ফয়েজুল ইসলাম বলেন, কদলপুরে অনেকের গরু চুরি হয়েছে। আজ আবারও এক নারীর চারটি গরু চুরি হয়েছে। প্রশাসন কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করছে না।

 

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূইঁয়া বলেন, গরু চুরির বিষয় নিয়ে কেউ আসে নাই। তারপরও আমি খোঁজ নিয়ে দেখব।

 

পূর্বকোণ/জাহেদ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট